Closing on: Apr 30, 2025

পদের নাম: শাখা ব্যবস্থাপক

আমান প্রসঙ্গে:

  • আমান এনজিও ব্যুরো বাংলাদেশ-এর সনদপ্রাপ্ত (সনদ নং: ৯৮০), ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যার লক্ষ্য লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ এবং জাতীয়তা নির্বিশেষে দরিদ্র ও নিঃস্ব মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ সাধন করা। প্রতিষ্ঠানটি তার শরীয়াহভিত্তিক ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করছে।

দায়িত্বসমূহ:

  • নতুন এলাকায় সমিতি এবং শাখা স্থাপনের জন্য দায়িত্ব পালন করা।
  •  বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
  • এলাকা নির্বাচন এবং আর্থিক সুবিধাভোগী নির্বাচন করা।
  • দাতা সংস্থা এবং সংস্থার প্রচলিত নীতি অনুযায়ী অফিস ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সমিতি, কর্মী এবং শাখার যাবতীয় কাজ তত্ত্বাবধান ও সম্পাদন করা।
  • যথাযথভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা।
  • ঋণগ্রহীতার এলাকায় দীর্ঘদিনের সুনাম, আইজিএ ও অন্যান্য কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে সঠিক ঋণগ্রহীতা নির্বাচন করা।
  • নতুন বকেয়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা এবং পুরাতন বকেয়াকৃত অর্থ আদায়ে যথাযথ পরিকল্পনা প্রণয়নসহ কার্যকর ভূমিকা পালন করা।
  • মনিটরিং, অভ্যন্তরীণ নিরীক্ষক এবং পরিদর্শন দলের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে জিওএজি (GoA) এবং এমআইএস (MIS) রিপোর্টসমূহ প্রস্তুত করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
  • সময়মত প্রয়োজনীয় তথ্যসমূহ সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিত করা।
  • সমিতি, লোন কর্মকর্তা এবং শাখা অফিসে ব্যবহৃত রেজিস্টারসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা।
  • ম্যানেজমেন্ট কর্তৃক নির্দেশিত হয়ে ব্যাংকে হিসাব খোলা এবং সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত ব্যাংকে টাকা জমা দেওয়া।
  • শাখা পর্যায়ের বিল এবং ভাউচারসমূহ অনুমোদনসহ হিসাব ব্যবস্থাপনার কাজ সঠিকভাবে সম্পন্ন করা।
  • সঠিকভাবে অফিস খরচ নির্বাহ এবং ফান্ড ব্যবস্থাপনা করা।
  • লক্ষ্যমাত্রা অনুযায়ী মাসভিত্তিক অর্জন নিশ্চিত করা।
  • সংশ্লিষ্ট কর্ম এলাকায় অনুসন্ধান করে সম্ভাবনাময় নতুন ঋণ প্রোডাক্ট চিহ্নিত করা।
  • জনসংযোগ পরিচালনা করা।
  • ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করা।

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স:

  •  ৩১ মার্চ ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৮ বছর।

অভিজ্ঞতা:

  • এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যেকোন ক্ষুদ্র-অর্থায়নকারী প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

ড্রাইভিং লাইসেন্স:

  • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কম্পিউটার ও ভাষাগত দক্ষতা:

  • বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে।
  • MS Word, Excel ও PowerPoint ব্যবহারে দক্ষ হতে হবে।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা বাধ্যতামূলক।

বেতন ও ভাতা:

  • বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি প্রযোজ্য।

যাতায়াত বিল:

  • মাঠ পর্যায়ের কার্যক্রমের জন্য যাতায়াত বিল প্রদান করা হবে।

মোবাইল ও ইন্টারনেট বিল:

  • প্রয়োজন অনুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রদান করা হবে।


কর্মস্থল:

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম:

  • আগ্রহী প্রার্থীদের সংস্থার প্রধান (মানবসম্পদ ও প্রশিক্ষণ) বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
  • ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি
  • নাগরিকত্ব সনদ
  • অভিজ্ঞতার সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি
  • ————————————-

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে নিম্নলিখিত ইমেইলে আবেদন পত্র প্রেরণের জন্য অনুরোধ করা হল।

ইমেইল: hramanbd95@gmail.com

 

Job Type: Full Time

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx