ঢাকায় হেমায়েতপুরে অবস্থিত AR-ECHO সিনিয়র সিটিজেন হোম-এ বিনামূল্যে গরীব, অসহায়, দুঃস্থ, বাস্তুচ্যুত, সুবিধাবঞ্চিত বয়স্ক পুরুষ মানুষদের পুনর্বাসনের জন্য আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
১. অসহায় প্রবীণ যারা পরিবার কর্তৃক অবহেলিত, যাদের দেখাশোনার কেউ নেই।
২. বাংলাদেশী নাগরিক এবং যাদের বয়স ৬০ বছরের উপরে কিন্তু ৮০ বছরের বেশি নয়।
৩. তালাকপ্রাপ্ত, নিঃসন্তান এবং অবিবাহিত প্রবীণ ব্যক্তিরা।
৪. প্রবীণ নিবাসে থাকার জন্য শারীরিকভাবে সুস্থ্ ও সক্ষম।
৫. কোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নয়।
৬. নিজের কাজ এবং ESCH-এ নেওয়া অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের ইচ্ছা থাকতে হবে।
১. আবেদনপত্র
২. ছবি (দুই কপি পাসপোর্ট সাইজ ও দাঁড়ানো অবস্থায় একটি পূর্ণ ছবি)
৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৪. সম্মতি পত্র (স্ত্রী, পুত্র, কন্যা/নিকটাত্মীয়দের সম্মতি এবং সম্মতি দাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত
কপি সংযুক্ত করতে হবে)।
৫. অনাত্মীয় ৩ জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৬. স্থানীয় সরকার প্রতিনিধি (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন) কর্তৃক সুপারিশপত্র।
৭. নিবন্ধিত চিকিৎসক কর্তৃক শারীরিক সুস্থ্তার সনদ।
আমান (এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক)
বাড়ি-০৪, রোড-৩/২, ব্লক-এ, ঢাকা উদ্যান, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭
মোবাইলঃ ০১৫৫০-৬৯৮০৮৩, ০১৫৫০-৬৯৮০৯৯
আবেদনের শেষ তারিখঃ ০৫ অক্টোবর ২০২৪
AMAN is a non-profit development organization engaged in human welfare. Since its inception, the organization has been striving towards poverty alleviation & socio-economic and moral development..
Copyright © 2024 AMAN | Powered by AMAN | Developed by AMAN IT Team